‘আমি কৃতজ্ঞ’, ট্রাম্প নিরাপদ আছেন শুনে বললেন বাইডেন
পেনসিনভেনিয়ার নির্বাচনি প্রচারসভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেছেন, গুলির ঘটনার পর ট্রাম্প নিরাপদ আছেন শুনে তিনি কৃতজ্ঞ।
হামলার প্রায় দুই ঘণ্টা পর ডেলাওয়্যার থেকে বাইডেন বলেন, 'আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা জঘন্য।'
তিনি বলেন, 'এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া যায় না।'
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বাইডেন লিখেছেন, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে শুনেছি। তিনি নিরাপদ ও সুস্থ আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তার, তার পরিবারের এবং সভায় উপস্থিত সবার জন্য প্রার্থনা করছি। ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার জন্য অপেক্ষা করছি। ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট সার্ভিসের প্রতি আমি ও জিল (ফার্স্ট লেডি জিল বাইডেন) কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। আমাদের এক ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে।'
ঘটনার পর শনিবার রাতে ট্রাম্পের সঙ্গে বাইডেন কথা বলেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।
স্থানীয় সময় শনিবার পেন্সিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সভা চলাকালে গুলি চালান এক বন্দুকধারী। ওই গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে গেছে।