ট্রাম্পের ওপর হামলাকারী সন্দেহভাজন রিপাবলিকান সমর্থক: প্রতিবেদন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো সন্দেহভাজন থমাস ম্যাথিউ ক্রুকসের (২০) রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। এক প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, ট্রাম্পের 'হত্যার চেষ্টায়' জড়িত থাকা সন্দেহভাজন ব্যক্তি একজন রিপাবলিকান সমর্থক।
প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন থমাস ম্যাথিউয়ের ভোটার রেকর্ড ঘেটে জানা যায়— তিনি পেনসিলভানিয়ায় একজন নিবন্ধিত রিপাবলিকান।
এপি জানিয়েছে, ২০২১ সালের ২০ জানুয়ারি একটি প্রগতিশীল রাজনৈতিক অ্যাকশন কমিটিকে ১৫ ডলার দান করেছিলেন ম্যাথিউ। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও প্রথম অফিসে যোগ দিয়েছিলেন।
এর আগে, নির্বাচনি প্রচারসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়ার বাটলার-এ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তার ওপর হামলা হয়।
এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছেন, তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। সিক্রেট সার্ভিস বলেছে, সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন, গুলি করার সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়েছে। একজন মুখপাত্রও নিশ্চিত করেছেন, ট্রাম্প 'ঠিক আছেন'।