জার্মানিতে বড়দিনের বাজারে সন্ত্রাসী হামলা, নিহতের সংখ্যা ৫ জনে উন্নীত
জার্মানির মাগদেবার্গ শহরে বড়দিনের একটি বাজারে এক উগ্রবাদীর হামলায় নিহতের সংখ্যা ৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলাকারী ওই বাজারে কেনাকাটায় ব্যস্ত মানুষজনের গায়ের ওপর গাড়ি চালিয়ে দিলে– এসব হতাহতের ঘটনা ঘটে।
হামলাকারীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বয়স ৫০ বছর, পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি সৌদি নাগরিক হলেও– ২০০৬ সাল থেকে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন।
জার্মানিতে যখন নির্বাচনী প্রচারণা চলছে, এবং সেখানে অভিবাসন নীতি নিয়ে উত্তেজনা রয়েছে– তাঁর মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।
মর্মান্তিক এই ঘটনায় বড়দিনের আনন্দঘন পরিবেশটাই বিস্বাদ হয়ে গেছে জার্মানদের মাঝে, যারা ইতোমধ্যেই গভীর অর্থনৈতিক মন্দাবস্থা এবং চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন।
হামলাকারীর নাম তালেব আল-আবদুল মোহসেন, যিনি নিজেকে ইসলাম ধর্মগত্যাগী বা সাবেক মুসলমান বলে পরিচয় দিতেন। সাম্প্রতিক মাসগুলোয় সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে তার তীব্র ইসলাম-বিদ্বেষ উঠে এসেছে। ইউরোপে এবং জার্মানিতে মুসলমানদের অভিবাসনের তীব্র বিরোধিতা করেন তিনি, এবং এর বিরুদ্ধে জার্মান সরকার তার বক্তব্যকে সেন্সর করছে বলেও অভিযোগ করেন।
এমনকী সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এ করা এক পোস্টে তিনি লিখেছিলেন, 'জার্মানিতে বড় একটা কিছু ঘটবে।'
এদিকে সৌদি কর্তৃপক্ষ তালেব এর বিষয়ে জার্মানিকে বারবার হুঁশিয়ার করেছিল বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
তাঁরা জানান, তালেব আল-আবদুল মোহসেন কোনো হামলা করতে পারে– এমন সন্দেহের কথা আগেও জানিয়েছিল রিয়াদ। কিন্তু, এই ধরনের সতর্কবার্তা পেয়েও জার্মান পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেছিল কিনা– তা এখনও জানা যায়নি।