ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে আলাপ হয়েছে: ট্রাম্প
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/trump_again.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'মানুষের মৃত্যু বন্ধ হোক, এটা তিনি (পুতিন) দেখতে চান।'
তবে দুই নেতার মধ্যে কখন কথা হয়েছে, ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তারা আদৌ কথা বলেছেন কি না কিংবা কতবার কথা বলেছেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে স্পষ্টতা আনতে সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে জানিয়েছেন, তিনি 'এই খবরটি অস্বীকার করছেন না, আবার নিশ্চিতও করছেন না।' তিনি আরও জানান, বিশেষ করে ট্রাম্প প্রশাসন 'যত বেশি সক্রিয় হচ্ছে', ওয়াশিংটন ও মস্কো 'বিভিন্ন চ্যানেলের মাধ্যমে' যোগাযোগ চালিয়ে যাচ্ছে। 'সুতরাং... এমন কিছু থাকতে পারে, যা আমি জানি না।'
সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তৃতীয় বছরে পা দিতে যাওয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান হবে। এর আগে, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, 'আমি চাই এটা দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ইউক্রেনে এই যুদ্ধ ভয়াবহ। আমি এই অভিশপ্ত যুদ্ধের ইতি টানতে চাই।'
ট্রাম্প এই সপ্তাহের শুরুর দিকে বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা 'অনেক দূর এগিয়েছে।'
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে করে ফ্লোরিডায় যাওয়ার সময় দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে নির্দেশ দেন, 'এই বৈঠকগুলো আয়োজন করো।'
ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আসন্ন সপ্তাহে 'সম্ভবত' ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন এবং পুতিনের সঙ্গেও কথা বলার ইঙ্গিত দেন।
তিনি বলেন, 'আমি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করব এবং সম্ভবত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলব।'
জেলেনস্কি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগও এই সম্মেলনে অংশ নেবেন। তবে ট্রাম্প এতে উপস্থিত থাকবেন না।
এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে মার্কিন সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে তিনি দেশটির বিরল খনিজ সম্পদের ওপর প্রবেশাধিকার নিশ্চিত করতে চান।
ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করার কথা ভাবছি, যেখানে তারা আমাদের দেওয়া সহায়তার বিনিময়ে তাদের বিরল খনিজ ও অন্যান্য সম্পদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে।' এসময় তিনি অভিযোগ করেন, ইউরোপ ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের মতো পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।
এই লেনদেনভিত্তিক প্রস্তাব ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু ধারণা দেয়। তিনি দীর্ঘদিন ধরে কিয়েভকে অস্ত্র সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের বোঝা হিসেবে উল্লেখ করে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সহায়তা বন্ধ বা চালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
ক্রেমলিন এই সপ্তাহের শুরুর দিকে সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে কোনো গুরুতর আলোচনা হয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'তারা এখনো এই বিষয়ে প্রাথমিকভাবে কোনো যোগাযোগ করেননি। তাদের বৈঠকের প্রয়োজন আছে কি না, থাকলে কখন এবং কীভাবে হবে, সে সম্পর্কেও কিছু আলোচনা হয়নি।'
এদিকে, দুই নেতার মধ্যে যোগাযোগের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ার মধ্যেই একজন শীর্ষ রুশ আইনপ্রণেতা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি বৈঠকের জন্য 'উন্নত পর্যায়ের' প্রস্তুতি চলছে, যা সম্ভবত এই মাসেই হতে পারে।