বাড়তি ভাড়ায় ভোগান্তি দৌলতদিয়ায়, অবৈধ যানের ভিড়ে দুর্ঘটনার শঙ্কা
অবৈধ তিন চাকার যানবাহনের দখলে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট ও টার্মিনাল এলাকা।এছাড়া ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে যানবাহনগুলোর বিরুদ্ধে।
ঈদ উপলক্ষে মহাসড়কে দৌরাত্ম্য বেড়েছে এসব যানবাহনের। ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটের টার্মিনাল ও ঢাকা-খুলনা মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
এদিকে দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রীদের চাপ থাকলেও যানবাহন সংকট না থাকায় ভোগান্তি ছাড়া বাড়ি ফিরছে মানুষ।
তবে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। রাজবাড়ী ১০০, কালুখালী ও পাংশা দেড় থেকে ২০০, কুষ্টিয়া ৩০০-৪০০ টাকা নেওয়া হচ্ছে।
এছাড়া ফরিদপুর, মধুখালীসহ বিভিন্ন এলাকার যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
দৌলতদিয়া ঘাট ও টার্মিনাল এলাকা সরজমিনে ঘুরে দেখা যায়, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে পদ্মা পারি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসছে হাজার হাজার মানুষ ও যানবাহন।
প্রতিটি লঞ্চ ও ফেরিতে দৌলতদিয়া ঘাট আসছে যাত্রী ও যানবাহনগুলো। ফেরি থেকে নেমে টার্মিনাল এলাকায় এসে যাত্রীবাহি বাস, মাহেন্দ্রা, অটোরিক্সাসহ বিভিন্ন বাহনে রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, ফরিদপুর, মধুখালী সহ গন্তব্যে যাচ্ছে ঘরমুখো হচ্ছে যাত্রীরা।
আজও মোটরসাইকেলে পরিবার পরিজন নিয়ে গন্তব্যে যাচ্ছে চালকরা।
একাধিক যাত্রী এ প্রতিবেদককে জানিয়েছেন, ঈদ যাত্রায় এবার ভোগান্তি না হলেও কয়েকগুন বেশি ভাড়া দিয়ে দৌলতদিয়া পর্যন্ত এসেছেন। এখন দৌলতদিয়া ঘাটেও এসে দেখছেন মাহেন্দ্রা, ইজিবাইক ও বাসে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
তারা জানান, রাজবাড়ী ৪০টাকার ভাড়া ১০০, কালুখালীর ৮০/৯০ টাকার ভাড়া দেড় থেকে ২০০, আর কুষ্টিয়ার সাড়ে ৩০০-৪০০।
প্রতি বছর এরকম বেশি ভাড়া নেওয়া হলেও কোন প্রতিকার পাচ্ছেন না যাত্রীরা।
তারা আরও বলেন, অটোরিক্সা, রিক্সার জন্য ফেরি থেকে নামার উপায় নাই। ফেরি ঘাটের পন্টুনের ওপর থেকে টার্মিনাল এলাকা পর্যন্ত অটোরিক্সা, রিক্সা, মাহেন্দ্রায় ভরা। এসব নিয়ন্ত্রণেও প্রশাসনের ভূমিকা নেই।
ভাড়া নিয়ন্ত্রণ ও সড়ক স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন যাত্রীরা।
কয়েকজন মাহেন্দ্রা চালক বলেন, ঈদ উপলক্ষে কিছুটা বেশি ভাড়া নিচ্ছেন। তবে ভাড়া নির্দিষ্ট না, যার কাছ থেকে যেমন পারছেন, তেমন নিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ভাড়া নিয়ন্ত্রণ ও সড়কে মাহেন্দ্রা, অটোরিক্সার বিষয়টি দেখা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল (৭ জুলাই) রাজবাড়ীতে মাহেন্দ্রা উল্টে ঈদের ছুটিতে বাড়ি ফেরা দুই গামেন্টর্সকর্মীর মৃত্যু হয়েছে।