করোনায় যুক্তরাষ্ট্র প্রবাসী ১৬ বাংলাদেশির মৃত্যু
গত শুক্রবার নাগাদ শুধু নিউইয়র্কেই মারা গিয়েছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেখানেই। গত রোববার আরও চারজন বাংলাদেশির মৃত্যুর খবর জানা যায়।
আর আজ সোমবার নাগাদ মারা গেছেন আরও দুইজন। এদের মাঝে সর্বশেষ মৃত্যু হয় মির্জা হুদা নামে বয়স ৪৪ বছরের আরেক বাংলাদেশির। প্রবাসী কমিউনিটির এক সদস্য বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন। এতে মোট বাংলাদেশিদের মৃতের সংখ্যা ১৬ জনে গিয়ে ঠেকেছে।
নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী আফতাব আহমেদ জানান, সেখানে তারা চরম আতংকের মাঝে বসবাস করছেন। সরকারের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়ার প্রচেষ্টায় বাংলাদেশি বংশদ্ভুত মার্কিন নাগরিকেরা অনেকটাই দুশ্চিন্তামুক্ত। কিন্তু মার্কিন নাগরিক নন এমন অনেক বাংলাদেশি এই দুর্যোগে আর্থিক অনটনে পড়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থলে পরিণত নিউইয়র্কে সোমবার নাগাদ মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। নগর মেয়র বিল ডি ব্লাসিও অব্যাহত রোগীর চাপ মোকাবেলায় হাসপাতালগুলোতে মাত্র এক সপ্তাহের চিকিৎসা সরঞ্জাম অবশিষ্ট আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাজ্য গভর্নর আন্ড্রু কোমো গত রোববার একদিনেই ২৩৭ ব্যক্তির প্রাণহানির কথা জানিয়েছিলেন। নিউইয়র্কে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা।