স্থগিত চার বিষয়ের পরীক্ষার নতুন সময় ঘোষণা করেছে দিনাজপুর বোর্ড
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার স্থগিত হওয়া চার বিষয়ের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে দিনাজপুর বোর্ড।
এই চার বিষয়ের লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্যবহারিক অংশের পরীক্ষা হবে ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ তারিখ জানানো হয়।
যে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হয় তা হলো- গণিত (১০৯), পদার্থবিদ্যা (১৩৬), রসায়ন (১৩৭) এবং কৃষিবিজ্ঞান (১৩৪)।
সূত্র অনুসারে, কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের খবরে এমন পদক্ষেপ নেওয়া হয়।
কোভিডের সংক্রমণ বৃদ্ধি এবং দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় একাধিকবার পেছানোর পর এ বছরের ১৫ সেপ্টেম্বর দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়।