মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, দুই আমদানিকারক কারাগারে
শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে দুই আমদানিকারককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন নেসা এই আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, পাবনার এসকেএস এন্টারপ্রাইজের রাশেদুল ইসলাম ও ঢাকার মিমি লেদার কটেজের গোলাম মোস্তফা। দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রুটি মেকার মেশিন আমদানির ঘোষণা দিয়ে আমদানিকারক রাশেদুল ইসলাম সিগারেট আমদানি করেন। চলতি বছরের মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে আসা সিগারেটের চালানটি ধরা পড়ে। মিথ্যা ঘোষণা দিয়ে তিনি ৮ কোটি ১৫ লাখ ৬ হাজার টাকার শুল্ক ফাঁকি দেন। অপর অভিযুক্ত গোলাম মোস্তফা মেকিং মেশিনের পরিবর্তে সিগারেট আমদানি করেন। তিনি মিথ্যা ঘোষণায় ৮ কোটি ১৮ লাখ ৪ হাজার শুল্ক ফাঁকি দেন। এ ঘটনায় মার্চে তাদের নামে দুটি মামলা করে দুদক। মামলায় দুই আমদানিকারক ছাড়াও চট্টগ্রাম কাস্টমসের কয়েকজন কর্মচারীকেও আসামি করেন।
দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, উচ্চ আদালতের দেওয়া আদেশের নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করায় এবং আসামিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকায় দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি।