নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণের এই টুর্নামেন্টটি আগামী ৭ অক্টোবর শুরু হবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
এর আগে বুধবার নিউজিল্যান্ডে ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশন করলেন অধিনায়করা। তবে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, পাকিস্তান অধিনায়ক বাবর আজম থাকলেও ছিলেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের বদলে ফটো সেশনে অংশ নেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। আমেরিকা থেকে ফ্লাইট ও ভিসা জটিলতায় ঠিক সময়ে নিউজিল্যান্ডে যেতে পারেননি সাকিব। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ক্রাইস্টচার্চে পৌঁছাবেন। আনুষ্ঠানিক অনুশীলন ছাড়াই পরের দিন প্রথম টি-টোয়েন্টি খেলতে নামতে হবে তাকে।
বুধবার ঢাকার একটি হোটেলে সিরিজের নাম ও লোগো উন্মোচন করা হয়। টাইটেল স্পন্সরের নাম অনুযায়ী ত্রিদেশীয় সিরিজটির নাম রাখা হয়েছে, 'বাংলা ওয়াশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ।' ২০১০ সালে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান তখন নাম দেন 'বাংলাওয়াশ।' এরপর বাংলাওয়াশ বহুল ব্যবহৃত শব্দে পরিণত হয়।
ত্রিদেশীয় সিরিজ খেলতে কদিন আগে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। প্রস্তুতি সেরে ৭ অক্টোবর মাঠের লড়াই শুরু করবে সাকিববাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শেষে অস্ট্রেলিয়া যাবে তারা। সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর হোবার্টে। এদিন প্রথম রাউন্ডে 'এ' গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।