দখল করা ইউক্রেনীয় অঞ্চলে মার্শাল ল জারি করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (অক্টোবর ১৯) ইউক্রেনের দখল করা চারটি অঞ্চলে মার্শাল ল জারি করেছেন। খবর রয়টার্স-এর।
ক্রেমলিনের প্রেস সার্ভিসের প্রকাশিত মার্শাল ল ঘোষণার ওই ডিক্রিতে পুতিনের স্বাক্ষর রয়েছে। সেখানে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব অঞ্চলে মার্শাল ল বলবৎ হবে।
এর আগে আসন্ন আক্রমণের আশঙ্কায় দখলীকৃত শহর খেরসন থেকে কিছু বাসিন্দা নিপ্রো নদীতে বোটে চড়ে শহর ত্যাগ করেছেন।
রাশিয়ার দখল করা চারটি অঞ্চল হলো খেরসন, জাপোরিজজিয়া, দনেৎস্ক, ও লুহানস্ক।
মার্শাল ল-এর আদেশনামা থেকে জানা গেছে, এ চারটি স্থানে আঞ্চলিক প্রতিরক্ষা সদরদপ্তর স্থাপন করছে রাশিয়া।
পুতিন বলেছেন, এ চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই এগুলোতে মার্শাল ল ছিল। 'এখন আমাদেরকে রাশিয়ার আইন মোতাবেক এ শাসনব্যবস্থাকে আনুষ্ঠানিক করতে হবে,' তিনি ব্যাখ্যা করেন।
এসব অঞ্চল আগে থেকেই তীব্র নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এর বাইরে নতুন করে মার্শাল ল জারি হলে এখানে কী প্রভাব তৈরি হবে তা এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না।
এদিকে রাশিয়ার এ ঘোষণাকে উপহাস করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা এসব অঞ্চলের মার্শাল ল জারি করাকে রাশিয়ার ইউক্রেনীয় সম্পদ লুট করার বৈধকরণ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে টুইট করেছেন।