চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লিভারপুল-রিয়াল, ইউরোপাতে বার্সা- ম্যান ইউনাইটেড
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ এর ড্র অনুষ্ঠিত হয়ে গেলো আজ। জিভে জল আনা কয়েকটি ম্যাচ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। যার মধ্যে সবচাইতে আকর্ষণীয় লড়াই হবে গতবারের ফাইনালিস্ট লিভারপুল এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মধ্যে। এছাড়াও আরেকটি দুর্দান্ত লড়াই দেখা যাবে মেসি-নেইমার-এম্বাপ্পের পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে। নক-আউট পর্বের অন্যান্য ম্যাচগুলোতেও আছে সমানে সমানে লড়াইয়ের আভাস। নক-আউট রাউন্ড শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে।
এক নজরে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬'র ম্যাচগুলোঃ
লিভারপুল- রিয়াল মাদ্রিদ
পিএসজি- বায়ার্ন মিউনিখ
ডর্টমুন্ড- চেলসি
ব্রুগে- বেনফিকা
লাইপজিগ- ম্যানচেস্টার সিটি
ফ্রাঙ্কফুর্ট- নাপোলি
ইন্টার- পোর্তো
এসি মিলান- টটেনহ্যাম
এদিকে ইউরোপা লিগের শেষ ৩২ এর ড্র অনুযায়ী মুখোমুখি হবে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লীগের সফল দুই দলের এখনকার নাজুক অবস্থারই প্রতিচ্ছবি যেন ইউরোপা লীগের এই মঞ্চায়ন। ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফিরবেন ন্যু ক্যাম্পে।