১৯৯২ ও ২০২২ বিশ্বকাপের যে ৭ মিল!
১৯৯২ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওডিআই বিশ্বকাপ জিতে পাকিস্তান। মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও মেলবোর্নে, প্রতিপক্ষও সেই ইংল্যান্ড।
এরকম আরো বেশ কয়েকটি মিল খুঁজে পাওয়া গেছে ১৯৯২ এবং ২০২২ এর বিশ্বকাপের। চলুন দেখে নেই মিলগুলোঃ
১/ মেলবোর্নে ফাইনাল-
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্নে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হতে যাচ্ছে এই মাঠেই।
২/ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান-
১৯৯২ বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান। এবারের বিশ্বকাপের সেমি-ফাইনালেও কিউইদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাবর আজমের দল।
৩/ সেমি-ফাইনালিস্টদের মধ্যে গ্রুপ পর্বে সবথেকে কম পয়েন্ট পাকিস্তানের-
টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমি-ফাইনালিস্টদের মধ্যে গ্রুপ পর্বে সবার থেকে কম পয়েন্ট পেয়েছে পাকিস্তানই। ভারতের ৮ পয়েন্ট, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পয়েন্ট ছিলো ৭ করে, সেখানে পাকিস্তানের সংগ্রহ ছিলো ৬ পয়েন্ট। ১৯৯২ বিশ্বকাপেও গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পেয়ে ৪র্থ হয় পাকিস্তান, সেই বিশ্বকাপে পাকিস্তানই একমাত্র সেমি-ফাইনালিস্ট ছিলো যারা গ্রুপ পর্বে ১০ পয়েন্ট এর কম পেয়েছিল।
৪/ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-
১৯৯২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসে যৌথ স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৮৭ বিশ্বকাপ জেতার পর নিজেদের মাটিতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নেমেছিল অজিরা। ২০২২ বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল অজিদের সামনে। যদিও ১৯৯২ বিশ্বকাপের মতোই গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় স্বাগতিকরা।
৫/ র্যাংকিংয়ের নিচের দলের সাথে ইংল্যান্ডের হার-
১৯৯২ বিশ্বকাপে ফাইনালে উঠলেও র্যাংকিংয়ের তলানির দল জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপেও গ্রুপ পর্বে র্যাংকিং এ নিজেদের থেকে নিচে থাকা আয়ারল্যান্ডের সাথে হেরেছে ইংলিশ রা।
৬/ ভারতের কাছে পাকিস্তানের হার-
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপেও ভারতের জেতা দুটি ম্যাচের একটি ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন শচীন টেন্ডুলকার, আর এবার ম্যান অব দ্যা ম্যাচ ভারতের ভিরাট কোহলি।
৭/ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অস্ট্রেলিয়ার হার-
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপের প্রথম ম্যাচেও কিউইদের কাছে হেরেছিলো অজিরা।
এত এত মিল দেখার পর কারো মনে প্রশ্ন জাগতেই পারে, ১৯৯২ বিশ্বকাপের মতো কী এবারও চ্যাম্পিয়নের মুকুট বাবর আজমের দলের হাতেই উঠবে? নাকি গ্রাহাম গুচরা না পারলেও এবার ইতিহাস বদলাবে জস বাটলারের উড়ন্ত ইংল্যান্ড? জানতে হলে চোখ রাখতে হবে ১৩ নভেম্বর, মেলবোর্নের ফাইনালে।