বিশ্বকাপে জিতবে ব্রাজিল! শুধু ফুটবল-বাণিজ্য বিশ্লেষকরা নন, গাণিতিক সম্ভাবনাও বলছে একই কথা
রোববার ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক কাঠি সরেস। তারা রীতিমতো গাণিতিক হিসাব কষে সম্ভাব্য বিজয়ীর নাম ঘোষণা করে টুইটারে পোস্ট দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ব্রাজিলের হাতেই শিরোপা উঠতে চলেছে।
অক্সফোর্ডের গবেশক জশুয়া বুলের গাণিতিক সম্ভাবনা অনুযায়ী ব্রাজিল-বেলজিয়ামের মধ্যে ফাইনাল হলে ব্রাজিলের জেতার সম্ভাবনা হবে ৬১.৩ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের জয়ে সম্ভাবনা ৩৮.৭ শতাংশ।
এছাড়া হিসাবে আরও দেখা যায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল হবে এবং তাতে দুদলেরই জেতার সম্ভাবনা প্রায় কাছাকাছি। ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫১.৬ শতাংশ ও আর্জেন্টিনার ৪৮.৪ শতাংশ।
এদিকে লন্ডনের অ্যালান টিউরিং ইন্সটিটিউটের বিচারেও ব্রাজিলের জেতার সম্ভাবনা সর্বোচ্চ ২৫ শতাংশ। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আচ্ছে বেলজিয়াম, যাদের জেতার সম্ভাবনা ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ১৩.২ শতাংশ।
এর বাইরে নিয়েলসোনের গ্রেসনোট সংস্থাও আরেকটি সমীক্ষা চালিয়েছে। তাদের হিসাব অনুযায়ী এবার ব্রাজিলের হাতেই শিরোপা উঠবে। ফলে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
এর আগে ১৩৫ জন ফুটবল বাণিজ্য বিশ্লেষকের মধ্যে জরিপ করে বার্তাসংস্থা রয়টার্স। তাদের সমীক্ষা অনুযায়ী ৫০ শতাংশ ভোট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিল ব্রাজিল। এই সমীক্ষায় আর্জেন্টিনা পেয়েছে মাত্র ১৫ শতাংশ ভোট।