রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টরের বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকাকে ছেড়ে দিলো রাশিয়া
অবশেষে বন্দী বিনিময় করল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউতের বিনিময়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে ছেড়ে দিলো রাশিয়া। খবর বিবিসি'র।
বহুদিন ধরে বাউতকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি করে আসছিল মস্কো। চলতি বছরের মাঝামাঝি সময়ে রাশিয়াকে ভিক্টরের বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার প্রস্তাব পাঠায় বাইডেন প্রশাসন। রাশিয়ায় আটক দুই মার্কিন বন্দির একজন গ্রিনার, অপর জন হলেন নৌ বাহিনীর সাবেক সেনা পল হুইলান।
এই প্রস্তাবে গ্রিনারকে ছাড়া হলেও মুক্তি পাননি হুইলান।
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর 'মোস্ট ওয়ান্টেড' অপরাধীর তালিকায় ছিলেন ভিক্টর। ২০১২ সালে মার্কিন আদালতে ২৫ বছরের সাজাপ্রাপ্ত এই রুশ নাগরিক যুক্তরাষ্ট্রের কারাগারে ১২ বছর ধরে বন্দী ছিলেন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী বছরগুলোতে অস্ত্র ব্যবসায়ের কারণে বিশ্বজুড়ে 'মার্চেন্ট অব ডেথ' নামে পরিচিত হয়ে ওঠেন বাউত। তার জীবনের ওপর ভিত্তি করেই ২০০৫ সালে নির্মিত হয় হলিউডের চলচ্চিত্র লর্ড অব ওয়ার। 'যুদ্ধবাজ এবং কিছু দুর্বৃত্ত সরকারের' কাছে গোপনে অস্ত্র বিক্রি করায় ইন্টারপোলের অন্যতম আসামী বনে যান তিনি।
অবশেষে ২০০৮ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে গ্রেপ্তার হন বাউত। এ ঘটনায় ক্ষেপে যায় রাশিয়া। এর দুই বছর পরে তাকে আমেরিকায় হস্তান্তর করা হয়। পরে 'সন্ত্রাসীদের সাহায্য প্রদান' এবং 'মার্কিনী নাগরিক হত্যায় সহযোগিতার' জন্য তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয় মার্কিন আদালত।
অন্যদিকে, চলতি বছর ফেব্রুয়ারিতে ক্যানাবিস অয়েল (এক প্রকার মাদকদ্রব্য যা রাশিয়ায় নিষিদ্ধ) রাখা ও চোরাচালানের অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার। দু'বার অলিম্পিক বিজয়ী গ্রিনারকে রুশ আদালতে দোষী সাব্যস্ত করে নয় বছরের সাজা প্রদান করা হয়।