প্যারিস বৈঠকের প্রস্তাব খতিয়ে দেখছে হামাস
ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং নতুন একটি যুদ্ধবিরতির বিষয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক হতে পারে।
যেসব শর্তের ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে, সেগুলো এখন নিবিরভাবে খতিয়ে দেখছেন হামাসের নেতারা। হামাস জানিয়েছে, বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে খুব শিগগিরই তাঁরা নিজেদের অবস্থান জানাবে।
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে উদ্ধৃত করে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা, এবং সকল দখলদার সেনা প্রত্যাহার চান হানিয়া।
হানিয়া আরও বলেন, একটি (স্থায়ী) যুদ্ধবিরতি কার্যকর করাকে কেন্দ্র করে যেকোনো 'গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত উদ্যোগ' এর বিষয়ে হামাসের আগ্রহ রয়েছে। একইসঙ্গে সে চুক্তির আওতায়, ইসরায়েলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজা উপত্যকা পুনর্গঠনের প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকতে হবে।
হামাসের রাজনৈতিক প্রধান আরও জানান, প্যারিস আলোচনার বিষয়ে একটি ঐক্যমত্যে পৌঁছানোর জন্য তাঁরা কায়রো সফরের আমন্ত্রণ পেয়েছেন। এসময় সম্ভাব্য চুক্তিটি বাস্তবায়নের শর্তগুলো নিয়েও আলোচনা হবে।