হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ দিয়েই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ, এবার মিশন হোয়াইটওয়াশ। যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ।
এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে।
বাংলাদেশ একাদেশ দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলী রাব্বি। ভারত তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইয়াসির আলী রাব্বি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও ওমরান মালিক।