ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন ব্রাজিলিয়ানরা!
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা দলকে নিয়ে মজা করতে ছাড়েনি পুরো বিশ্ব। ফুটবলে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মানুষ তো আরও একধাপ এগিয়ে গান বানিয়েছিল আলবিসেলেস্তেদের নিয়ে। নিজেরা হেক্সা জিতবেন, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিলেন ব্রাজিলিয়ানরা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ দেখতে দলে দলে কাতারে এসেছিলেন ব্রাজিলিয়ানরা। ফাইনালের দিন পর্যন্ত থাকার পরিকল্পনা করেই এসেছিলেন তারা। টাইব্রেকারে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর এখন আর্জেন্টিনাকে সমর্থন করছেন তারা!
যে আর্জেন্টিনাকে নিয়ে মজা করতে গান বানিয়েছিলেন, সেই আর্জেন্টিনাকে ফাইনালে সমর্থন দিচ্ছেন খোদ ব্রাজিলিয়ানরাই। হেক্সা জেতার স্বপ্ন কাতারেই পূরণ হবে, এই প্রত্যাশা নিয়ে আসলেও সেটি ভঙ্গ হওয়ার পর লাতিন প্রতিবেশীদের হাতে বিশ্বকাপ দেখতে চান ব্রাজিলিয়ানরা।
তাদেরই একজন, জোসে আরনালদো বলেন, 'একজন ফুটবল সমর্থক হিসেবে আমি মনে করি এবার আর্জেন্টিনার জেতা উচিত। মেসির এই বিশ্বকাপ জেতা প্রাপ্য।'
শুধু মুখে বলেই ক্ষান্ত নন, সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে সমর্থনও দিয়েছেন তিনি। সেইসাথে পেলে নাকি ম্যারাডোনা এই বিতর্ক পেছনে রেখে আরনালদোর চাওয়া আর্জেন্টিনার এই দুর্দান্ত দলীয় ঐক্য পূর্ণতা পাক, 'আর্জেন্টিনার এই দলের ঐক্যবদ্ধতা আমাকে মুগ্ধ করেছে। একজন ফুটবলপ্রেমী হিসেবে আপনি চাইবেন এই ধরণের গল্পগুলো পূর্ণতা পাক।'
১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। বিগত দুই বিশ্বকাপের ফাইনালেই এই দুই দলের কেউ না কেউ ছিলোই।
এবার নিজেরাই মুখোমুখি হচ্ছে বিশ্বসেরার মুকুট নিজেদের করে নিতে। যেখানে আর্জেন্টিনার পেছনে সমর্থন থাকবে ব্রাজিলিয়ানদেরও।