আইপিএল খেলার সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহর ‘দুর্ভাগ্য’
বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসান কেবল নিয়মিতভাবে ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। নিজের প্রথম আসরেই বাজিমাত করলেও মুস্তাফিজুর রহমান আইপিএলে নিজেকে থিতু করতে পারেননি।
বাংলাদেশের আরও কয়েকজন খেলোয়াড় ডাক পেয়েছেন আইপিএলে। সাকিব-মুস্তাফিজ ছাড়াও তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুলদের সুযোগ হয়েছে আইপিএলে খেলার। তবে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কখনই ভারতীয় টি-টোয়েন্টির জমজমাট আসরটিতে ডাক পাননি।
ভাগ্য পাশে না থাকায় মাহমুদউল্লাহ আইপিএলে খেলতে পারেছেন না বলে মনে করেন তামিম ইকবাল। আইপিএল খেলার সব যোগ্যতাই মাহমুদউল্লাহর আছে বলে বিশ্বাস করেন ২০১২ ও ২০১৩ সালে পুনে ওয়ারিওর্সে সুযোগ পাওয়া তামিম।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আধা ঘণ্টার মতো আড্ডা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই আড্ডায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ফাঁকে মাহমুদউল্লাহর আইপিএল 'দুর্ভাগ্য' নিয়ে কথা বলেন তামিম।
আইপিএল নিয়ে আলোচনার ফাঁকে মাহমুদউল্লাহকে উদ্দেশ্য করে তামিম বলেন, 'আমার মনে হয় এটা আপনার দুর্ভাগ্য যে, আইপিএলে আপনি ডাক পাননি।'
তামিমের এমন মন্তব্যের পর আইপিএল নিয়ে নিজের আগ্রহের কথা জানান মাহমুদউল্লাহ। তবে এ নিয়ে হতাশ নন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ভবিষ্যতে সুযোগ আসবে বলে আশাবাদী তিনি।
মাহমুদউল্লাহ বলেন, 'আইপিএলের মতো টুর্নামেন্টে তো সবাই খেলতে চায়। এই টুর্নামেন্টই এ রকম। দারুণ চাকচিক্যময়। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। সবাই চায় সেরা টুর্নামেন্টে নিজেকে দেখতে। এর কারণে মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই। আশা করি, ভবিষ্যতে কখনও সুযোগ আসবে।'