রাজশাহী অঞ্চলে গাছ থেকে আম পাড়া যাবে ১৫ মে থেকে
রাজশাহীতে গাছ থেকে আম পাড়া যাবে ১৫ মে থেকে। শুক্রবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আম পাড়ার সময় নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে এর আগে কোনো আম নামানো যাবে না। ওইদিন থেকে সকল প্রকার গুটি আম পাড়তে পারবেন চাষিরা।
জেলা প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাষিরা গোপালভোগ আম নামাতে পারবেন ২০ মে থেকে। এছাড়া রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ১৫ জুন থেকে নামানো যাবে। সবার শেষে ১০ জুলাই থেকে নামবে আশ্বিনা এবং বারী আম-৪।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেছেন, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সুষ্ঠুভাবে মনিটরিং করে নির্দিষ্ট সময়েই আম নামানো হবে।
বাজারজাতকরণের বিষয়ে তিনি বলেন, চাষিদের হতাশ হওয়ার কিছুই নেই। পরিবহন ও বাজারজাতকরণের বিষয়ে সরকার সহযোগিতা করবে।