পৃথিবীর কাছেই খোঁজ মিলল নতুন কৃষ্ণগহ্বরের
পৃথিবীর খুব কাছেই সন্ধান পাওয়া গেল অপরিচিত এক কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের। নীল গ্রহ থেকে তার দূরত্ব মাত্র ১০০০ আলোকবর্ষ অথবা ৫.৮৮ লাখ কোটি মাইল।
সম্প্রতি ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন সংস্থার গবেষক দল নতুন এই কৃষ্ণগহ্বর খুঁজে বের করেছেন। টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জের মধ্যে অবস্থিত নতুন ব্ল্যাক হোল-টির নাম রাখা হয়েছে HR6819। খবর হিন্দুস্তান টাইমসের।
দেখা গেছে, কৃষ্ণগহ্বরটিকে বেষ্টন করে প্রদক্ষিণ করে চলেছে একটি নক্ষত্র। অন্য একটি নক্ষত্র প্রথম নক্ষত্রের কক্ষপথ ঘিরে পরিক্রমা করছে।
ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি অর্গানাইজেশন-এর পক্ষে মহাকাশ বিজ্ঞানী ডিয়েট্রিচ বাডের মতে, কোনো টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই আকাশে দেখা যায় কৃষ্ণগহ্বরটিকে ঘিরে থাকা নক্ষত্রজোড়া। বর্তমানে সূর্যের পিছনে রয়েছে জোড়া নক্ষত্র ও তাদের মাঝের কৃষ্ণগহ্বরটি।