ইরাক যুদ্ধে সমর্থন দেওয়া ‘সবচেয়ে বড় অনুশোচনার’ একটি: সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, ইরাক যুদ্ধে সমর্থন দেওয়া তার রাজনৈতিক জীবনের 'সবচেয়ে বড় অনুশোচনাগুলোর' একটি হয়ে উঠেছে। খবর দ্য গার্ডিয়ান-এর।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৩ সালের এই যুদ্ধ পশ্চিমাদের নৈতিক বিশুদ্ধতার এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ও ন্যায়বিচার সমুন্নত রাখার দাবির 'প্রকৃত ক্ষতি' করেছে।
ওয়েলসের এক সাহিত্য উৎসবে তিনি এসব কথা বলেন।
মিলিব্যান্ড বলেন, 'আমি যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিলাম। সরকারের অবস্থানকে সমর্থন করেছিলাম। ওটা যে গুরুতর ভুল ছিল, এতে এখন আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।'
ইরাক যুদ্ধকে তিনি 'কৌশলগত ভুল' বলে আখ্যা দেন।
মিলিব্যান্ড আরও বলেন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমকে এক করেছে, কিন্তু একইসঙ্গে এই যুদ্ধ পশ্চিমা দুনিয়া ও পৃথিবীর বড় একটা অংশের মধ্যে ব্যবধান আরও বাড়িয়েছে।
জাতিসংঘে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে পাঁচটি দেশ রাশিয়াকে সমর্থন দিয়েছে—আর ৪০-৫০টি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে সম্মতি দেয়নি। মিলিব্যান্ড বলেন, এই দেশগুলো মনে করে গত ৩০ বছর ধরে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে পশ্চিম ভণ্ডামি ও দুর্বলতার পরিচয় দিয়েছে। এ কারণেই দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানায়নি।
মিলিব্যান্ড আরও বলেন, 'হ্যাঁ, ইউক্রেন ব্যাপক দারিদ্র্যের শিকার, দেশটির মানুষের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে। কিন্তু ইথিওপিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন—এদের বিরুদ্ধে কী হচ্ছে?'