ইরাকে রাস্তা প্রশস্ত করতে গুঁড়িয়ে দেওয়া হলো ৩০০ বছরের পুরনো মিনার
রাস্তা প্রশস্ত করতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বুলডোজার দিয়ে ৩০০ বছরের পুরনো একটি মসজিদর মিনার গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গত শুক্রবার মসজিদটির মিনার গুঁড়িয়ে দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এ মসজিদের মিনার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাসহ ধর্মীয় ও সাংস্কৃতিক নেতৃস্থানীয়রা। তারা একে ইরাকের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের আরেকটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
১৭২৭ সালে নির্মিত এ মসজিদে ১১ মিটার (৩৬ ফুট) উঁচু একটি সিরাজি মিনার ছিল। মিনারটি ছিল লাল মাটির তৈরি ইটের।
মসজিদসংলগ্ন সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই ওই এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। তাই সড়কটির সম্প্রসারণের জন্য ওই প্রাচীন মসজিদের মিনারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গর্ভনর। এ তথ্য স্থানীয় বাসিন্দাদের জানা ছিল। তবে সাংস্কৃতিক ও ধর্মীয় কর্তৃপক্ষ বলছে, মিনারটি ধ্বংস না করে সেখান থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় বসানোর কথা ছিল।
বসরার স্থানীয় বাসিন্দা মাজেদ আল হুসেইনি রয়টার্সকে বলেন, 'সব মানুষ তাদের ঐতিহ্য ও ইতিহাস রক্ষা করে। অথচ এখানে ওরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দিল!'
এদিকে ইরাকের সংস্কৃতিমন্ত্রী আহমেদ আল-বাদরানিও রয়টার্সকে বলেন, বসরার ওই মসজিদের সিরাজি মিনার ধ্বংসের অনুমতি দেননি তিনি। এর বদলে স্থানীয় সরকার এটি অন্যত্র সরাতে রাজি হয়েছিল।
ইরাকের ঐতিহাসিক স্থাপনার অধিকাংশই কয়েক হাজার বছরের পুরোনো। সেগুলোর কিছু কিছু প্রাচীন মেসোপটেমিয়া যুগের। কিন্তু সংরক্ষণের অভাব ও আইএসএসের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধের কারণে এসব স্থাপনার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।