মন খারাপ ‘উপস্থাপক’ তামিমের
নতুন একটা সফর, যে সফরে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল। জানা যাচ্ছিল অজানা অনেক তথ্যই। শুরু হয়েছিল ২ মে, শেষ হচ্ছে ২৩ মে। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র তিন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ২৩ মে, শনিবার শেষ লাইভটি করতে যাচ্ছেন তামিম ইকবাল।
১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাংবাদিকদের অগণিত প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। কিন্তু গত ১৮ দিনে তামিম হয়ে উঠেছিলেন সাংবাদিক-উপস্থাপক। এ কদিন প্রশ্নের উত্তর দেননি তিনি, শুধুই প্রশ্ন করে গেছেন। তার প্রশ্নের মুখে বিপাকে পড়েছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, মাশরাফিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
করোনাভাইরাসে বন্দি অবস্থায় নিয়মিত ফেসবুক লাইভ করে এসেছেন তামিম। অবশেষে সফরটা শেষ হচ্ছে, উপস্থাপক তামিমের অধ্যায়ের ইতি ঘটছে। 'শেষ' শব্দটা বলে নিজের কাছেই খারাপ লাগছে তামিমের। বন্দি অবস্থায় ক্রিকেটভক্তদের বিনোদন যোগাতে শুরু করা এই শো'টা তামিম নিজেও দারুণ উপভোগ করেছেন।
শেষ হয়ে যাচ্ছে ভেবে মন খারাপ বাংলাদেশের ওয়ানডে অধিনায়েকের। বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৩০-৩৫ মিনিটের মতো আড্ডা দিয়েছেন তামিম। এই আড্ডা শেষে তামিম তার নিজের শো শেষ করার ঘোষণা দেন।
দেশসেরা এই ওপেনার বলেন, 'আমরা এই শো-এর প্রায় শেষ প্রান্তে। একটু খারাপও লাগছে বলতে। কারণ যতদিন আমি এই শো করেছি, আমি খুবই উপভোগ করেছি। তো আমাদের শেষ এপিসোড হবে শনিবার। এটাই শেষ এপিসোড। আশা করি আপনারা সবাই এটা দেখবেন।'
দেশি-বিদেশি, বর্তমান-সাবেক মিলিয়ে ২০ জন ক্রিকেটারকে নিজের লাইভে হাজির করেছেন গত ৮ মার্চ ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়া তামিম। এটা হবে তামিমের দশম ফেসবুক লাইভ। এ ছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি।
ইনস্টাগ্রাম লাইভে মুশফিককে এনে লাইভ শো-এর শুরু করেন তামিম। এরপর একের পর এক চমক দিতে থাকেন তিনি। ইনস্টাগ্রামের পরের লাইভে মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডা দেন দেশসেরা এই ওপেনার। দর্শকদের কথা বিবেচনায় পরে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নেন তিনি।
ফেসবুকে নিজের প্রথম লাইভে মাশরাফির সঙ্গে প্রাণবন্ত এক আড্ডা দেন তামিম। পরের লাইভে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে আসেন তিনি। লাইভের এক পর্যায়ে যোগ দেন অলরাউন্ডার নাসির হোসেন।
এরপর বাংলাদেশ ওপেনার তার আড্ডায় একসঙ্গে হাজির করেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়কে।
দেশের ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তামিম। দেশের বাইরের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে লাইভে নিয়ে আসেন তামিম।
পরের পর্বে দেখা যায় আরও বড় চমক। ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে অনেক বিষয় নিয়ে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের পরের লাইভে যোগ দেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।
এরপর সবচেয়ে বড় চমকটি দেখান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নিজের শোতে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আসেন তিনি। তার পরের লাইভে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটের সঙ্গে যোগ দেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
সর্বশেষ কেন উইলিয়ামসনের সঙ্গে আড্ডা দিয়েছেন তামিম। আর শেষ লাইভে শনিবার মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাকে নিয়ে আড্ডায় মাতবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।