ক্রাউডভি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের অ্যাপ
প্রতিবন্ধী শিশুদের মধ্যে মাত্র ৭.৩৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছাতে পারে অতি ক্ষুদ্র অংশ। শ্রুতি লেখন বা বুক রেকর্ডের জন্য সময় মতো লোকজন পাওয়াও অনেক সময় তাদের শিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও আছে নানা সমস্যা।
এসব সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে মোবাইল অ্যাপ 'ক্রাউডভি'। অ্যাপটির মাধ্যমে সহজেই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। ক্রাউডভি অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া স্বেচ্ছ্বাসেবকদের কাছ থেকে সেবা নেওয়া যাবে। চাইলে একদম ফ্রিতেই পাওয়া যাবে এই সেবা। আবার অর্থের বিনিময়েও সেবা পাওয়া যাবে ।
প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের প্রায়ই স্বেচ্ছাসেবকের প্রয়োজন পড়ে। দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষার সময় প্রয়োজন পড়ে লেখকের। অনেক সময়ই কথা দিয়েও নানা কারণে সেই কথা রাখতে পারেন না প্রিয়জনেরা। পড়তে হয় নানা বিড়ম্বনায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে পারে ক্রাউডভি অ্যাপ।
এখানে দুই ধরণের রেজিস্ট্রেশন করা যায়। প্রথমত, স্বেচ্ছ্বাসেবক হিসেবে। দ্বিতীয়ত, সেবাগ্রহিতা হিসেবে।
ক্রাউডভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মিজানুর রহমান কিরণ যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে বলেন, 'সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। সুযোগ-সুবিধা দিতে পারলে তারাও দেশের জন্য বয়ে আনতে পারে সুনাম। ক্রাউডভি এই লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজের কেউ যেনো কারও চেয়ে পিছিয়ে না থাকে।'
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজারও স্বেচ্ছ্বাসেবক এই অ্যাপে যুক্ত হয়েছেন। ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে আছে ক্রাউডভি-এর স্বেচ্ছ্বাসেবক দল।
ক্রাউডভি-এর প্রজেক্ট লীড নাজমুস সাকিব খান জানান, আমরা শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতে ভিত্তিতে ক্রাউডভি অ্যাপের ইউজার ইন্টারফেস তৈরি করেছি। বাংলাদেশে এই ধরণে অ্যাপ এটাই প্রথম ও একমাত্র। একাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অ্যাপটি সহজে ব্যবহার করা যায় বলে মত দিয়েছেন।
ক্রাউডভি'র ফেসবুক পেজে অ্যাপ লিংক ও সাইন আপ বাটন যুক্ত করা আছে। চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে অ্যাপটি।