মায়ামির বড় জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন লিওনেল মেসি। চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচটিতে খেলেননি তিনি। বিশ্রামে থেকে সুস্থ হয়ে ফেরার পর প্রথম ম্যাচেই আবারও চোটে পড়েছেন তিনি!
পায়ের পুরোনো চোটই মেসিকে বাধ্য করেছে মাঠ ছাড়তে। আর তাই বড় জয় পেয়েও স্বস্তিতে নেই ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো।
ম্যাচের ৩৭ মিনিটে চোট পেয়ে বদলি হতে হয় মেসিকে। তার সঙ্গে চোট পেয়েছেন আরেক সতীর্থ জর্দি আলবাও।
নিজেদের পরের ম্যাচেই ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবে মায়ামি। তার আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট কপালে ভাঁজ ফেলেছে মায়ামির।
তবে এই চোটের পরিধি কতটুকু তা এখনও জানা যায়নি। স্ক্যানের পরে বোঝা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।