মার্কিন সেনাদের 'অবিলম্বে' ইরাক ছাড়তে হুঁশিয়ারি
ইরান সমর্থিত ইরাকের যোদ্ধারা মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছে, 'অবিলম্বে' ইরাক ছেড়ে না গেলে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেজিসট্যান্স গোষ্ঠী। এটিকে ইরানের সঙ্গে সম্পর্কিত একটি সশস্ত্র গোষ্ঠী বলে মনে করে থাকেন বিশ্লেষকরা।
গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের জবাবেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের এ হামলা ও আল্টিমেটাম।
একইসঙ্গে এটি গাজায় হামাসের বিরুদ্ধে চলা ইসরায়েল যুদ্ধে জড়িয়ে না পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তাও।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, 'এটি তাদের (যুক্তরাষ্ট্র) জন্য কেবল একটি সতর্কবার্তা। চূড়ান্ত পদক্ষেপ এখনও বাকি।'
বিবৃতির শেষে আরও বলা হয়, ইসরায়েল যদি স্থলপথে গাজায় আগ্রাসন চালায়, তাহলে তারা যেন 'জর্দানের সঙ্গে সীমান্তে সতর্ক নজর রাখে।' এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত আর কিছু বলা হয়নি।