‘বিশ্বকাপের পর আসল কাজ শুরু’- বলছেন হাথুরুসিংহে
আগের সব সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে আছে। প্রথম ম্যাচ জেতার পর টানা ছয় ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। সেমি-ফাইনালে খেলা তো দূরের কথা, আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন ভরাডুবির দায় নিচ্ছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে দায়িত্ব ছাড়বেন না, বিশ্বকাপের পরই আসল কাজ শুরু করতে পরিকল্পনা লঙ্কান এই কোচের।
সাত ম্যাচে এক জয়, বিশ্বকাপে পয়েন্ট টেবিলের নয় নম্বর দল বাংলাদেশ। সাকিবরা এখনও সর্বশেষ দল হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে। ৭ ম্যাচে এক জয় পাওয়া ইংলিশরা তালিকার সর্বশেষ দল। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়াটা বাংলাদেশের জন্য হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ।
২০০৭ থেকে টানা চারটি বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ আসরে সংখ্যাটি চারও হতে পারতো। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়, ওই ম্যাচেও জেতার সম্ভাবনা ছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশের। তিন জয় ছাড়াও বাকি ম্যাচগুলোতে লড়াই করে বাংলাদেশ। এরপরও ইংলিশ কোচ স্টিভ রোডসকে দায়িত্বে রাখেনি বিসিবি।
এবার হারতে থাকা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই লড়াই করতে পারেনি। প্রতি ম্যাচেই দেখা গেছে চরম ব্যাটিং ব্যর্থতা। বল হাতেও নেই বলার মতো বিশেষ কোনো সাফল্য। অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি কাঠগড়ায় তোলা হচ্ছে হাথুরুসিংহেকেও। এমন পারফরম্যান্সের পর লঙ্কান এই কোচকে দায়িত্ব রাখা উচিত কিনা, উঠেছে এমন প্রশ্ন।
শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা হাথুরুসিংহের দিকেও গেল এমন প্রশ্ন। বিশ্বকাপের মতো আসরে ব্যর্থ হলে সাধারণ সবকিছু ঢেলে সাজানো হয়। সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় কোচিং স্টাফে। এমন ভরাডুবির পর দায়িত্ব থাকতে পারবেন কিনা, এমন প্রশ্ন করা হলে সিদ্ধান্তটা বিসিবির ওপর ছেড়ে দেন হাথুরুসিংহে। তিনি বলেন, 'আমার কোচ থাকার ব্যাপারটি আমার হাতে নয়। এটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।'
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি হওয়া হাথুরুসিংহের চাকরির মেয়াদের বাকি আরও ১৫ মাস। লঙ্কান এই কোচ মেয়াদ পূর্ণ করতে চান। এ ছাড়া বিশ্বকাপের পর শুরু করতে চান আসল কাজ, 'মাত্র সাত মাস হলো দায়িত্ব পেয়েছি, এর মধ্যে খুব বেশি কিছু করার নেই। আমি যেটা করেছি, তা হলো দল যেখানে ছিল, সেখান থেকে এগিয়ে নিতে এবং তারা যে প্রস্তুতি নিচ্ছিল, তা নিশ্চিত করা। সত্যি বলতে, আমার আসল কাজ শুরু বিশ্বকাপের পর।'
'কারণ বিশ্বকাপের প্রস্তুতি আলাদা, এরপর এখান থেকে দলকে সামনে এগিয়ে নিতে হবে। সেটা ভিন্ন চ্যালেঞ্জ। শুরু করেছি সাত মাস আগে, এটুকু সময়ই ছিল। কিছু কিছু ব্যাপার এর মধ্যে ঘটে গেছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে সেসব নিয়ে আলোচনার সঠিক জায়গা বা সময় এটা নয়। এই মুহূর্তে আমার ভাবনায় শুধু এই ম্যাচ, পরের ম্যাচটি আমরা কীভাবে জিততে পারি।' যোগ করেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হওয়া হাথুরুসিংহে।
দায়িত্ব থাকতে চাইলেও ব্যর্থতার দায় অবশ্য মেনে নিয়েছেন তিনি। প্রধান কোচের ভাষায়, 'হ্যাঁ, দলের আরও যে কারও মতোই সমান দায় আমি নিচ্ছি। কারণ সমর্থকদের আমরা হতাশ করেছি, নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে ব্যাপার হলো, প্রথম ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত কিছুই বদলায়নি। বদল এসেছে কেবল আমাদের ভাবনায়। স্কিলে বদল আসেনি।'
নিজেদের ভুল খুঁজে বের করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 'আমার মনে হয়, আমরা নিজেদের হতাশ করেছি উঁচু প্রত্যাশা রেখে। এটিই কেবল আমরা ভাবতে পারি। কারণ আমরা আসলেই নিজেদের সেরাটা খেলতে পারিনি বা যেটুকু আমাদের সামর্থ্য কিংবা বিশ্বকাপের আগে যেমন খেলেছি, তা দেখাতে পারিনি। আমাদের সবারই তাই আয়নায় চোখ রাখা উচিত এবং দেখা উচিত, ভুল কোথায় ছিল।'