ঘূর্ণিঝড় মিধিলি: বরগুনায় নিখোঁজ ১৫ ট্রলার, ২০০ জেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
বরগুনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ১৫টি ট্রলার নিখোঁজ রয়েছে। ট্রলারগুলোর সাথে ট্রলার মালিক সমিতি কোনো যোগাযোগ করতে পারছে না।
এসব ট্রলারে ছিলেন আনুমানিক ২০০ জন জেলে।
এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সমুদ্রে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এমভি নিশাত নামের ডুবে যাওয়া ওই ট্রলারটিতে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ ১৫ ট্রলারে ছিলেন আনুমানিক ২০০ জন জেলে।'
খোঁজ নিয়ে জানা যায়, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এমভি নিশাত নামের একটি ট্রলার দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৮ জেলে অন্য ট্রলারে উঠে নিরাপদে উপকূলে ফিরে আসেন।
নিখোঁজ ট্রলারগুলোর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।