মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু বিমান বাংলাদেশের
মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, প্রথম মদিনা-চট্টগ্রাম ফ্লাইটে ১৩৮ জন যাত্রী ছিলেন। তারা একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে এসে পৌঁছান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া জানান, বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়।
সজল বলেন, চট্টগ্রাম থেকে সৌদি আরবগামী যাত্রীরা এখন বিমানের ফ্লাইটে সপ্তাহে তিন দিন জেদ্দা যাওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া, যাত্রীরা প্রতি বৃহস্পতিবার মদিনায় যেতে পারবেন এবং মঙ্গলবার মদিনা থেকে সরাসরি চট্টগ্রামে ফিরে আসতে পারবেন।
গ্রুপ ক্যাপ্টেন তসলিম চট্টগ্রাম থেকে ফ্লাইট সেবা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে নতুন রুটে স্বনামধন্য এয়ারলাইন্সগুলোর কার্যক্রম শুরু হবে।