রেকর্ড ২ হাজার ৫০০ কোটি রূপিতে আইপিএলের স্পন্সরশিপ কিনল টাটা
২০২২ সাল থেকে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে আছে টাটা গ্রুপ। ২০২২ ও ২০২৩ সালের জন্য দুই বছরে মোট ৬৭০ কোটি রূপি বিসিসিআইকে দিয়েছিল ভারতের অন্যতম বড় ব্যবসায়িক গ্রুপটি।
এবার ২০২৪ থেকে ২০২৮ পর্যন্ত, অর্থাৎ সামনের পাঁচ বছরের আইপিএলের টাইটেল স্পন্সরশিপও কিনে নিয়েছে টাটা গ্রুপ, যার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুই হাজার পাঁচশ কোটি রূপি দিতে হয়েছে টাটাকে। আইপিএলের টাইটেল স্পন্সরশিপের জন্য প্রদান করা সর্বোচ্চ টাকার রেকর্ড এটিই।
আইপিএলের টাইটেল স্পন্সরশিপ পাওয়ার দৌড়ে টাটার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আদিত্য বিরলা গ্রুপ। কিন্তু প্রতিপক্ষের দেওয়া অর্থের সমপরিমাণ অর্থ দিতে রাজি হওয়ায় টাটা গ্রুপের কাছেই থাকছে স্পন্সরশিপ। অর্থাৎ, আগামী পাঁচবছর আইপিএলকে ডাকা হবে 'টাটা আইপিএল' নামে।
বিসিসিআই নিলামের দরপত্র আহ্বান করেছিল এক হাজার সাতশ পঞ্চাশ কোটি রূপি থেকে, অর্থাৎ, প্রতি মৌসুমের জন্য ৩৫০ কোটি রূপি। জানুয়ারির ১২ তারিখ পর্যন্ত কেবলমাত্র আদিত্য বিরলা গ্রুপই বিড করে।
এদিকে টাটার সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ছিল, যে কোনো বিড যদি টাটা ম্যাচ করতে পারে, তাহলে টাটাকেই আবারও স্পন্সরশিপ দিতে হবে। আদিত্য বিরলা গ্রুপের করা আড়াই হাজার কোটি রূপির বিড ম্যাচ করে আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সরশিপ বাগিয়ে নিয়েছে গাড়ি প্রস্তুতকারক ভারতীয় এই ব্যবসায়িক গ্রুপটি।