আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নামিবিয়ার লফটি-ইটনের
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। আজ কীর্তিপুরে স্বাগতিক নেপালের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি।
লফটি-ইটন নেপালেরই কুশল মাল্লার রেকর্ড ভেঙেছেন। গত সেপ্টেম্বরে হাংঝুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন মাল্লা। লফটি-ইটন আজ সেঞ্চুরি করেছেন মাত্র ৩৩ বলে।
ম্যাচের ১১তম ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট হারায় টসে জিতে ব্যাট করতে নামা নামিবিয়া। লফটি-ইটন নামেন পাঁচ নাম্বারে, নেমেই তোলেন ঝড়। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলে চার মেরে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন ইটন। ৩৬ বলে ১০১ রানের ইনিংসে লফটি-ইটন ১১টি চার ও ৮টি ছক্কা মেরেছে। অর্থাৎ, বাউন্ডারি থেকেই তিনি তুলেছেন ৯২ রান।
নামিবিয়ার কোনো ব্যাটসম্যানের জন্যেও যেটি রেকর্ড। আগের রেকর্ড ছিল জিন-পিয়ের কোটজের করা ৮২ রান।