দুর্বার ইনিংস খেলেও খুশি নন জাকের
দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েও পারেননি জাকের আলী। তার দুর্দান্ত এক ইনিংস বিফলেই গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র তিন রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে জাকের খেলেছেন ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস। অথচ তার খেলারই কথা ছিল না এই সিরিজে। আলিস ইসলামের চোট জাকেরের ভাগ্য খুলে দেয়।
ভাগ্যের সহায়তায় এই সিরিজে খেলার সুযোগ পাওয়া জাকের অবশ্য নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন তিনি, তবে তা সত্যি হয়নি।
আর এ কারণেই এমন এক ইনিংস খেলেও কিছুটা হলেও হতাশ জাকের। দলের জয়কেই প্রাধান্য দিচ্ছেন সবার আগে, 'এমন ইনিংস খেলে তো অবশ্যই ভালো লাগছে। কিন্তু দল জেতেনি বলে হতাশাও আছে। আমি যদি ১০-১২ রান করতাম আর বাংলাদেশ ম্যাচ জিতত, তাহলে আরও বেশি খুশি হতাম।'
এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই ছিল জাকেরের প্রথম ম্যাচ। সেখানে এমন একটি ইনিংস খেলার পর নিজেকে নিয়ে আরও আত্মবিশ্বাসী হতেই পারেন এই ডানহাতি ব্যাটসম্যান।