বোয়িংয়ের নিরাপত্তা সংকটের জেরে পদত্যাগ করবেন সিইও ডেভ ক্যালহাউন
চলতি বছরের শেষের দিকে পদত্যাগ করবেন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ক্যালহাউন। সোমবার তার পদত্যাগের ঘোষণা দিয়েছে বোয়িং।
বোয়িং জানিয়েছে, তাদের চেয়ারম্যান ও বাণিজ্যিক উড়োজাহাজ ইউনিটের প্রধানও অবসরে যাবেন। বোয়িংয়ের চেয়ারম্যান ল্যারি কেলনার বোর্ড পরিচালক হিসেবে পুনর্নির্বাচনে দাঁড়াবেন না। বোর্ড, কোয়ালকমের সাবেক প্রধান নির্বাহী স্টিভ মোলেনকফকে তার স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত করেছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের সিইও স্ট্যান ডিল অবসরে যাচ্ছেন বলেও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। জানুয়ারি থেকে বোয়িংয়ের চিফ অপারেটিং অফিসার স্টেফানি পোপ তার জায়গা নিচ্ছেন।
বোয়িং গত পাঁচ বছরে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্সের দুটি মারাত্মক দুর্ঘটনা রয়েছে। যার ফলে ৩৪৬ জন মারা গিয়েছিল। সম্প্রতি গত ৫ জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ৭৩৭ ম্যাক্সের পাশ থেকে দরজার প্লাগ উড়ে যাওয়ার ঘটনা ঘটে। জানুয়ারির এ দুর্ঘটনা থেকে উদ্ভূত বোয়িংয়ের নিরাপত্তা সংকটের জেরেই সিইও ডেভ ক্যালহাউন বছরের শেষের দিকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
ক্যালহাউন কর্মীদের কাছে একটি চিঠিতে লিখেছেন, 'বিশ্বের চোখ এখন আমাদের দিকে।আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করব। আমার বিশ্বাস করি আমরা এই পরিস্থিতি কাটিয়ে আবার পূর্ণ গতিতে ফিরে আসব।'
সোমবার সকালে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালহাউন বলেন, পদত্যাগের সিদ্ধান্ত পুরোটাই তার ছিল।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন