ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার পাকিস্তানের অধিনায়ক বাবর
গুঞ্জন আগে থেকেই ছিল, এবার সেটি সত্যিও হলো। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে ফিরেছেন বাবর আজম। পিসিবি জানিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
গত ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণের নেতৃত্ব থেকে চাপের মুখে অনেকটা বাধ্য হয়েই সরে দাঁড়িয়েছিলেন বাবর। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে।
আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, বাবরের অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে পাকিস্তান। টেস্ট অধিনায়ক হিসেবে থেকে যাচ্ছেন শান মাসুদ। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক বাবরই ছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে সেমিফাইনাল। ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল তারা।
এখন পর্যন্ত আফ্রিদির অধীনে পাকিস্তান খেলেছে মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে সেই সিরিজে ৪-১ ব্যবধানে উড়ে গেছে পাকিস্তান। তবে আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে মূল শঙ্কা জাগে পিএসএলের এবারের মৌসুমে।
এই বাঁহাতি পেসারের নেতৃত্বে লাহোর কালান্দার্স আগের দুবার চ্যাম্পিয়ন হলেও এ মৌসুমে ছিল সবার শেষে। এ মৌসুমে খেলা ৮ ম্যাচে লাহোর জিতেছে মাত্র ১টি ম্যাচ। তাই সবমিলিয়ে বিশ্বকাপের আগেই বাবরের কাছে আবার ফিরে গেছে পিসিবি।