টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ
ঘরের মাঠে খেলা হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সময় যাচ্ছে নারী ক্রিকেট দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। টি-টোয়েন্টিতে আরও কঠিন পরীক্ষা দিতে হবে জেনেও প্রত্যয়ী ছিল নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম টি-টোয়েন্টিতে তাদের ব্যাটিংয়ে সেই আভাসও মেলে। কিন্তু সেই লড়াই অজি মেয়েদের সামনে একেবারেই মামুলি হয়ে গেল। ঝড়ো ব্যাটিংয়ে বিশাল জয় তুলে নিল সফরকারী দলটি।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডের মতো সংক্ষিপ্ততম ফরম্যাটেও অনেক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অজি মেয়েরা। ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২ রানে ২ উইকেট হারালেও মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতির ব্যাটে চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকরা। এ দুজন মিলে অনেকটা পথ পাড়ি দেন। দাপুটে ব্যাটিং করা ফাহিমা আক্তার অনেকটা সময় লড়েন। এই তিন ব্যাটারের ব্যাটে ৪ উইকেটে ১২৬ রান তোলে বাংলাদেশ। যা অজিদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১৩ ওভারেই দলকে জয় এনে দেন অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি।
উইকেটের হিসেবে বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়, আগের বড় জয়টি ৮ উইকেটের। আরেকটি ম্যাচে ৮৬ রানে জেতে তারা। ২০২০ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন টি-টোয়েন্টির সবকটিই জিতলো অস্ট্রেলিয়া। পরের দুটি টি-টোয়েন্টি আগামী ২ ও ৪ এপ্রিল মিরপুরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই চাড়ও হন ম্যাচসেরা হিলি ও মুনি। বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে শুরু করা অজি এই দুই ওপেনার তা জারি রাখেন শেষ পর্যন্ত। মারুফা আক্তার ও সুলতানা খাতুন ছাড়া বাংলাদেশের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। ৪২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৫ রানের ঝলমলে ইনিংস খেলেন হিলি। ৩৬ বলে ৯টি চারে ৫৫ রানে অপরাজিত থাকেন মুনি।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশ ২ রানের মধ্যেই দিলারা আক্তার ও সোবানা মোস্তারীকে হারায়। সোফি মোলিনিয়াক্স ও টাইলা ভ্ল্যামিঙ্কের তোপে শুরুতেই দিকহারা বাংলাদেশ। এই চাপ কাটিয়ে তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মুর্শিদা ও জ্যোতি। মুর্শিদা ২৭ বলে একটি চারে ২০ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর জুটি গড়ে তোলা জ্যোতি ও ফাহিমা দ্রুত রান তুলতে থাকেন। কিছুটা সময়ের জন্য ব্যাট হাতে দাপট দেখান এ দুজন। চতুর্থ উইকেটে ৫২ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। ৬৪ বলে ৭টি চারে ৬৩ রানে অপরাজিত থাকেন জ্যোতি। ২ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৭ রান করেন ফাহিমা। অস্ট্রেলিয়ার মোলিনিয়াক্স ২টি এবং টাইলা ও ওয়েরহ্যাম একটি করে উইকেট নেন।