ঈদে পাকিস্তানে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন
ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন মসজিদে এবং বাজারগুলোতে নিরাপত্তা জোরদার করতে ১ লাখ পুলিশ ও আধা-সামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গতকাল পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (১০ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। পাকিস্তানে ঈদের দিনে সহিসংসতার ঘটনা খুব একটি না ঘটলেও দেশটির গোয়েন্দা সংস্থা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিকে পুজি করে জঙ্গিরা দেশটির সাধারণ জনগন, সরকার, সামরিক স্থাপনা ও পুলিশি অবকাঠামোর ক্ষতি করতে পারে যার জন্য এ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকটি চরমপন্থী হামলা হয়েছে যার অধিকাংশই দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং পাকিস্তানি তালেবানরা চালিয়েছে বলে ধারনা করা হয়।
পাকিস্তানের যেসব স্থানে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন সেসব স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, আফগানিস্তানে ঈদুল ফিতরের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে আছে। তিনি জানিয়েছেন, মসজিদসহ আফগানিস্তানের সব জনবহুল এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পুলিশের প্রধান কার্যালয় থেকে জনগনকে আতশবাজি না পোড়াতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
ইসলামাবাদ-ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ খান বলেছেন, সম্ভাব্য হামলা সম্পর্কে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি বলেন, "জঙ্গিরা দূর্বল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কারণ বিপুল সংখ্যক মানুষ মসজিদ ও খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করে।"
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মসজিদে ৫২ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাদেশিক রাজধানী লাহোরের সংবেদনশীল স্থান এবং বাজারে প্রায় ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়