মার্কার দাবি: জিদানকে কোচ হিসেবে চায় বায়ার্ন
টানা ১১ মৌসুম পর জার্মান বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া হয়েছে বায়ার্ন মিউনিখের। জাবি আলন্সোর বায়ার লেভারকুসেন পাঁচ ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে শিরোপা। ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে এটিই প্রথম লিগ শিরোপা জয়।
বায়ার্নের কাছে বড় ধাক্কাই। ধারে-ভারে লেভারকুসেন বাভারিয়ানদের আশেপাশেও নেই। সেই দলের কাছেই শিরোপা হারানো ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। মৌসুমের মাঝপথ পেরোতেই বোঝা সাড়া ছিল যে এবার আর বুন্দেসলিগা আলিয়াঞ্জ এরেনাতে আসছে না।
তখনই মৌসুম শেষে বায়ার্ন কোচ টমাস টুখেল যে আর দায়িত্বে থাকছেন না সেটি জানা গেছিল। তবে বায়ার্নের মতো ক্লাব তো আর বসে থাকবে না। নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে বাভারিয়ানরা। আর এতে সম্ভাব্য সব নামের মধ্যে ওপরের দিকে উঠে এসেছে জিনেদিন জিদানের নাম।
নতুন কোচ হিসেবে বায়ার্নের প্রথম পছন্দ ছিলেন লেভারকুসেনকে লিগে জেতানো জাবি আলন্সো। তিন বছর বায়ার্নের হয়ে খেলেছেনও জাবি। তবে এই স্প্যানিশ কোচ জানিয়ে দেন, তিনি আর এক মৌসুম লেভারকুসেনেই থাকছেন। এরপরই অন্যদের দিকে নজর দেয় বায়ার্ন।
স্প্যানিশ দৈনিক মার্কা দাবি করেছে, জিদানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বায়ার্ন। ফরাসি কিংবদন্তি সর্বশেষ তিন বছর আগে রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন। এরপর আর তাকে দেখা যায়নি ডাগআউটে। তবে এবার জোরালো সম্ভাবনা রয়েছে রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিদানের কোচিংয়ে ফেরার।
জিদান নিজেও তার ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর এবার মার্কার খবর অনুযায়ী, বায়ার্নই হতে পারে তার পরবর্তী গন্তব্যস্থল। এখন দেখার বিষয়, দুয়ে দুয়ে চার মেলে জিদান জার্মান জায়ান্টদের কোচ হয়েই ফেরেন কিনা।