বৃষ্টি কোনো অজুহাত নয়
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ঘরবন্দি সময় কাটাতে হয়েছে। লম্বা বিরতির পর মিলেছে মাঠে নামার সুযোগ। স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদিও বৃষ্টিবাধা তোয়াক্কা করছেন না অনুশীলনে নাম লেখানো ক্রিকেটাররা। বৃষ্টিতে ভিজেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা।
গতকালের মতো মঙ্গলবার সকালেও ছিল শ্রাবণধারা। কিন্তু এটা বাধা হয়নি। বিসিবির তৈরি করা সূচি অনুযায়ীই মিরপুর স্টেডিয়ামে হাজির হয়ে যান মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস ও মেহেদী হাসান রানা। বৃষ্টিতে ভিজেই মিরপুরের মূল মাঠে রানিং করেন মুশফিক। ইমরুল, শফিউল ও মেহেদী রানা একডেমি মাঠে রানিং করেছেন।
অনুশীলনের পথে মুশফিকের জন্য কোনো কিছুই যে বাধা নয়, সেটা আগেও দেখা গেছে। গত রমজানে রোজা রেখেই নিয়মিত ফিটনেসের কাজ করে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সেখানে এতদিন পর অনুশীলনের সুযোগ পেয়ে বৃষ্টির কারণে ঘরে বসে থাকবেন মুশফিক, সেটা কীভাবে হয়!
বৃষ্টি মাথায়ই নিজের দ্বিতীয় দিনের অনুশীলন করতে মিরপুরে হাজির হন মুশফিক। মিরপুর মাঠে রানিং করার পর কিছুটা সময় বৃষ্টি বিলাসও করেন তিনি। যে মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। এরআগে মুশফিক নিজেই রানিংয়ের ভিডিও ধারণ করেন।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। নিজের অফিসিয়াল পেজে ভিডিও পোস্ট করে মুশফিক ক্যাপশনে লিখেছেন, 'বৃষ্টি! এটা কোনো অজুহাত নয়। প্রস্তুত হয়ে যাও এবং দৌড়াও।' মুশফিকের মতো বাকি তিন ক্রিকেটারও বৃষ্টির তোয়াক্কা না করে নিজেদের ফিট করার কাজে মাঠে নেমে পড়েন।
অন্যান্য ভেন্যুতেও হয়েছে একক অনুশীলন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানিং করেছেন পেসার খালেদ আহমেদ, ছুটিতে ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মঙ্গলবার ফিল্ডিং করার কথা থাকলেও বৃষ্টির কারণে করতে পারননি খালেদ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছেন মাহেদী হাসান। নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের এদিন অনুশীলন ছিল না। চট্টগ্রামে নাঈম হাসানও ছুটি কাটিয়েছেন।
ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। দেশের চারটি ভেন্যুতে রোববার থেকে ৯ জন ক্রিকেটারের অনুশীলন করার কথা ছিল। তবে মেহেদী হাসান মিরাজ তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা দাঁড়ায় দশে।
সংখ্যাটা এখন ১২ তে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। আগামী বৃহস্পতিবার থেকে যোগ দেবেন তাসকিন আহমেদ। প্রথম দিন থেকেই একক অনুশীলনে যোগ না দিলেও নিজের মতো করে ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করে আসছেন ডানহাতি এই পেসার।
অনুশীলনে অংশ নেওয়া ক্রিকেটাররা:
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম: মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা ও তাসকিন আহমেদ।
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা: মাহেদী হাসান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: খালেদ আহমেদ ও নাসুম আহমেদ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম: নাঈম হাসান।