কোনো রান না দিয়ে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার
সব ধরনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া। মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই সাত উইকেট শিকার করেছেন এই নারী ক্রিকেটার।
ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলে রেকর্ডটি গড়েছেন রোমালিয়া। মঙ্গোলিয়াকে একাই নাচিয়ে ছেড়েছেন এই ইন্দোনেশিয়ান স্পিনার।
কোনো রান খরচ না করেই রোমালিয়া সাত উইকেট শিকার করেছেন। বোলিং করেছেন ৩.৩ ওভার। ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে শুন্য রানে সাত উইকেট নেওয়ার ঘটনা এবারই প্রথম।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সাত উইকেট নেওয়ার ঘটনা এ নিয়ে ঘটেছে তিনবার। সাত উইকেট নেওয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস।
কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে শূন্য রানে ছয় উইকেট নেন অঞ্জলি।