যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত খালেদ মোশাররফ
যুক্তরাজ্যের নিউক্যাসলের এলসউইক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে বিজয়ী হয়েছেন গ্রিন পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত খালেদ মোশাররফ। এটি গ্রিন পার্টির জন্যও ঐতিহাসিক বিজয়। কারণ এ সিটি কাউন্সিলে এই প্রথম জিতলেন দলটির কোনো পার্টি।
অনেকদিন ধরেই নিউক্যাসলে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করছিল গ্রিন পার্টি। অবশেষে খালেদ মোশাররফের হাত ধরে সেই লক্ষ্যে পৌঁছেছে দলটি। খালেদ মোশাররফ নিউক্যাসলে গ্রিন পার্টির প্রথম কাউন্সিলর।
বৃহস্পতিবার (২ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নিউক্যাসল সিটি কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়।
শুক্রবার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, গ্রিন পার্টির প্রার্থী খালেদ মোশাররফ লেবার পার্টির নিকু ইয়নকে ১০৭ ভোটে পরাজিত করেছেন। খালেদ মোশাররফ পেয়েছেন ১ হাজার ১৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকু ইয়ন পেয়েছেন ১ হাজার ৮৩ ভোট।
নির্বাচনে জয়ী হওয়ার পর খালেদ মোশাররফ লোকাল ডেমোক্রেসি রিপোর্টিং সার্ভিসকে (এলডিআরএস) বলেন, ওয়েস্ট এন্ডের উন্নতির ওপর গুরুত্ব দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে খালেদ মোশাররফ বলেন, এ জয় ছিল 'স্রেফ সময়ের ব্যাপার।'
তিনি বলেন, 'মানুষ নতুন কিছু খুঁজছিল। এ কমিউনিটিতে দীর্ঘদিন ধরেই কোনো কাজ হচ্ছিল না।'
বিবিসিকে খালেদ মোশাররফ বলেন, মানুষের সঙ্গে স্থানীয় সমস্যা নিয়ে কথা বলাতেই তার বিজয় সহজ হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের ১০৭টি কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদল লেবার পার্টি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে ভালো করেছে।