বাইডেনের ইসরায়েলে অস্ত্র চালান স্থগিতের নেপথ্যে: উদ্ধত নেতানিয়াহু ও এক উত্তেজনাকর ফোন কল!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কয়েক মাস ধরে অনুরোধ করছেন। কিন্তু ইসরায়েলে সামরিক সহায়তা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তটি এক মাস আগে তাদের মধ্যকার একটি ফোন আলাপের সাথে সরাসরি যুক্ত ছিল বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।
ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এর সাতজন সহায়তা কর্মী নিহত হওয়ার পরপরই ৪ এপ্রিল বাইডেন নেতানিয়াহুকে ফোনে একটি আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি নেতানিয়াহুকে বলেছিলেন, বেসামরিক নাগরিক ও সাহায্য কর্মীদের রক্ষা করুন, অন্যথায় মার্কিন নীতির পরিবর্তন হবে।
গাজায় অসংখ্য মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার মার্কিন সহায়তা দেয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে বাইডেন আন্তর্জাতিক মিত্র এবং ডেমোক্র্যাট সহকর্মীদের চাপের সম্মুখীন হয়েছেন। ৪ এপ্রিল দুই নেতার মধ্যকার গুরুত্বপূর্ণ ফোন আলাপের সময় একটি বিশেষ মুহূর্ত এসেছিল। ততক্ষণ পর্যন্ত বাইডেন তাদের আলাপে উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও সাহায্য স্থগিত করার ব্যাপারে কোন কিছু জানাননি।
গত সপ্তাহে হোয়াইট হাউজ থেকে আল্টিমেটাম দেয়ার পাশাপাশি রাফাহতে ইসরায়েলের ধীরগতির আক্রমণের প্রতি উদ্বেগ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার ভারী বোমার একটি চালান স্থগিত করেছে। ওয়াশিংটন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত না করেই একটি বড় ইসরায়েলি আক্রমণের বিরোধিতা করেছে।
বুধবার (৮ মে) রাতে বাইডেন বলেছিলেন, "বোমাগুলো দিয়ে গাজায় বেসামরিক লোকদের হত্যা করা হয়েছে এবং অন্যান্য উপায়ে তারা জনবহুল এলাকাতে হামলা করেছে।" অস্ত্র চালান স্থগিত করার পর জনসম্মুখে এটিই বাইডেনের প্রথম বক্তব্য ছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, আরো অস্ত্র আটকে রাখা হতে পারে।
যদিও বাইডেনের অস্ত্র চালান স্থগিত রাখার ঘটনা ১৯৮২ সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ইসরায়েলের কাছে ক্লাস্টার বোমা বিক্রির নিষেধাজ্ঞার মতো গুরুতর নয়, এটি ইসরায়েল এবং তার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রের মধ্যে পরীক্ষামূলক সম্পর্কের একটি পরিবর্তন এনেছে।
সিআইএ-এর একজন সাবেক কর্মকর্তা এবং ব্রুকিংস ইনস্টিটিউশনের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. ব্রুস রিডেল বলেছেন, "ইসরায়েলের কাছে সমস্ত আক্রমণাত্মক অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য নয় বরং বড় মার্কিন যুক্তরাষ্ট্র যে সত্যিই রাফাহ আক্রমণ চায় না সে ব্যাপারে চাপ প্রয়োগ করার জন্যই এ স্থগিতাদেশ।"
বৃহস্পতিবার (৯ মে) ইসরায়েল পূর্ব রাফাহতে আক্রমণ চালিয়েছে কারণ 'জিম্মিদের জন্য যুদ্ধবিরতি' চুক্তি ভেঙ্গে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের সামরিক কৌশল একটি ভুল ছিল।
আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রশাসন অস্ত্র স্থগিত করার বিষয়টি জানাতে চায়নি। কিন্তু ইসরায়েল এ খবর ফাঁস করার পরে তারা কথা বলেছেন।
বাইডেনের কিছু সমর্থক বলেছেন, এ ধরনের পদক্ষেপ বাইডেনের পক্ষে কাজ করতে পারে।
উদারপন্থি ইহুদি অ্যাডভোকেসি গ্রুপ জে-স্ট্রিটের সভাপতি জেরেমি বেন-আমি বলেছেন, "ইসরায়েল সরকারের কাছে মার্কিন সরকার থেকে কী কী বার্তা দেওয়া হয়েছে এবং তারা এটাকে কতটা গুরুত্ব সহকারে নিচ্ছে তা নিয়ে মাসের পর মাস আলোচনা হয়েছে।"
তিনি বলেছেন, "এটি যে জানাজানি হয়েছে তা বিশ্বের কাছে একটি বার্তা দেয় আর তা হলো, আপনি সীমাহীন মার্কিন সাহায্য পেতে পারেন না।"
বাইডেনের রিপাবলিকান বিরোধী দল সর্বজনীনভাবে নেতানিয়াহুকে সমর্থন করে। তারা মার্কিন প্রেসিডেন্টের ওপর ইসরায়েলের নিরাপত্তাকে ক্ষুণ্ন করার অভিযোগ এনে তার তীব্র সমালোচনার করছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, "যদি কোনো ইহুদি ব্যক্তি জো বাইডেনকে ভোট দেয় তাহলে তার নিজের ওপর লজ্জিত হওয়া উচিত।"
বাইডেনকে অস্বীকৃতি জানানো
বাইডেন বিদেশি নেতাদের সাথে আলোচনার দক্ষতা, এমনকি নেতানিয়াহুর মতো যাদের সাথে তিনি প্রায়ই দ্বিমত পোষণ করেন তাদের সাথে আলোচনার দক্ষতাকে প্রেসিডেন্ট হিসেবে নিজের মূল দক্ষতা মনে করেন। তার প্রশাসন বিশ্বাস করে, নেতানিয়াহুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে তার ওপর মার্কিন প্রশাসন আরো প্রভাব ফেলতে পারে।
রাফাহ সম্পর্কে বাইদেনের পরামর্শকে নেতানিয়াহুর প্রকাশ্যে অমান্য করে বিদেশ নীতি বিশেষজ্ঞ হিসেবে বাইডেনের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলেছে। পাশাপাশি নিজ দেশে চাপ বাড়িয়েছে।
বাইডেন সোমবার রাফাহ আক্রমণ না করার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার পরেই হামাসের মেনে নেওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু এবং রাফাহতে বিমান হামলা চালানো শুরু করেছেন। একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, ইসরায়েলিরা ইতিবাচকভাবে জিম্মিদের জন্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছে বলে মনে হচ্ছে না। হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ২১২ জন ডেমোক্র্যাটদের মধ্যে ৫৭ জন মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে সর্বাত্মক হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাকে নিরুৎসাহিত করতে সম্ভাব্য সকল ব্যবস্থা নিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করার কয়েকদিন পরেই নেতানিয়াহুর হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি এসেছে।
বাইডেন প্রশাসনের শীর্ষ মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের কাছে রাফাহর জন্য একটি পরিকল্পনা তৈরি করার আহ্বান জানিয়েছে। পরিকল্পনায় গাজার উত্তর থেকে পালিয়ে আসা শত শত ফিলিস্তিনির নিরাপত্তার কথা বিবেচনা করতে বলা হয়েছে।
হোয়াইট হাউজের ভাষ্যমতে, ১১ ফেব্রুয়ারি বাইডেন-নেতানিয়াহুর মধ্যকার ফোন আলাপের সময় বাইডেন তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে রাফাহতে আশ্রয় নেওয়া ১০ মিলিয়নেরও বেশি লোকের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য ও কার্যকরী পরিকল্পনা ছাড়া সামরিক অভিযান চালানো উচিত নয়।
রাফাহতে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার সাথে সাথেই বাইডেন কর্মকর্তারা ইসরায়েলের গাজা অভিযানের আগের পর্যায়ের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছিলেন।
বেশ কিছু সিনিয়র মার্কিন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন যে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করছ, এমন আশ্বাস তাদের কাছে "বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য" মনে হয় না।
গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ইসরায়েলিরা রাফাহ নিয়ে কী পরিকল্পনা করছে সে সম্পর্কে একটি বিস্তৃত ধারণা তাদের দেয়া হয়েছে। কিন্তু গাজার বেসামরিক নাগরিকদের কীভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা দেয়া হয়নি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মূল দাবি।
অবসরপ্রাপ্ত জেনারেল অস্টিন গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, "এ মুহূর্তে পরিস্থিতি কোনো ধরনের হামলার জন্য অনুকূল নয়। আমরা এ বিষয়ে পরিষ্কার হয়েছি। অন্য কিছু ঘটার আগে ঐ এলাকায় থাকা বেসামরিক জনগণের যত্ন নেওয়া প্রয়োজন।"
রাফাহতে মানবিক সহায়তা প্রদানের বিষয়ে অস্টিনের আবেদনগুলো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে ব্যক্তিগত ও সাপ্তাহিক ফোন কলে আলাপের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু তারপরেও সোমবার গ্যালান্টের কার্যালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "রাফাহ এলাকা সহ" অন্যস্থানে সামরিক পদক্ষেপের প্রয়োজন ছিল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়