ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার: খামেনি
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বেছে নিয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ – গার্ডিয়ান কাউন্সিল আজ সোমবার (২০ মে) এ পদে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে এ দায়িত্ব অর্পণ করেছেন।
এক বিবৃতিতে খামেনি বলেছেন,"সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুসারে, নির্বাহী শাখার প্রধান হিসেবে মোহাম্মদ মোখবারকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
ইরানে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। খামেনি জানান, মোখবার আইনপরিষদ ও বিচারবিভাগের প্রধানদের সাথে একযোগে কাজ করবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবেন।
একইসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী পদে আলী বাঘেরি কানির নাম ঘোষণা করা হয়েছে। কানি ২০২১ সাল থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া ২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন।
ইরানের আজারবাইজান সীমান্ত এলাকায় গতকাল রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি।
সেখান থেকে ফেরার সময় রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
প্রায় ১৬ ঘণ্টা পর আজ সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীর নিহত হওয়ার সংবাদ জানায়।