পুতিন কখনই বাইডেনের স্তরে নিজেকে নামাবেন না: ক্রেমলিন
পুতিন কখনই নিজেকে বাইডেনের স্তরে নামাবেন না; এমনটাই বলেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। মূলত মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিক্রিয়ার তিনি এই কথা বলেন।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন পুতিনকে একজন 'স্বৈরশাসক' হিসেবে আখ্যায়িত করেন। একইসাথে ভুলবশত রুশ প্রেসিডেন্ট চার দশক ধরে ক্ষমতায় আছেন বলেন তিনি মন্তব্য করেন।
বাইডেন বলেন, "আমি পুতিনকে নিয়ে সবসময়ই বেশ উদ্বিগ্ন ছিলাম। কেননা তিনি ভদ্রলোক নন।"
এর প্রতিক্রিয়ায় পেসকভ বলেন, "পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য শুধু বাইডেনের নিজের সুনামই ক্ষুণ্ন করবে। পুতিন এই ধরনের অপমানের জবাব দেন না। তাই তিনি একইভাবে প্রতিক্রিয়া জানাবেন না।"
শুধু পুতিনই নয়, বরং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন বাইডেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট বলেন, "চীন 'খারাপ ব্যক্তিদের' দ্বারা পরিচালিত হয়।"
এদিকে পুতিন সম্পর্কেও আরও বেশ কয়েকবার নেতিবাচক কথা বলেছেন বাইডেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি রুশ প্রেসিডেন্টকে 'ক্রেজি সান অফ আ বিচ' বলেছেন। তারও মাসখানেক পর ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বাইডেন পুতিনকে 'কসাই' বলে আখ্যায়িত করেছেন।
এদিকে এমন অপমানজনক বক্তব্যের জবাব বেশ চতুরতার সাথে দিয়েছিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, "আপনি আমাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের কথা জিজ্ঞাসা করলে আমি বলবো, আমরা যে কোনও ব্যক্তির সাথে কাজ করবো। তবে আমাদের জন্য, রাশিয়ার জন্য, বাইডেন হলে তা সুবিধাজনক।"
অনুবাদ: মোঃ রাফিজ খান