রুশ সম্পদে ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনাকে ‘চুরি’ আখ্যা দিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ প্যাকেজ দেওয়ার পশ্চিমা চুক্তির নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি এই কাজের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (১৪ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছেন, পশ্চিমা নেতারা সম্পদ জব্দের জন্য 'এক ধরনের আইনি ভিত্তি' তৈরির চেষ্টা করছেন। 'কিন্তু এত কূটকৌশল সত্ত্বেও, চুরি সবসময়ই চুরি এবং তাদেরকে এর শাস্তি পেতে হবে।'
তিনি আরও বলেন, মস্কোর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ প্রমাণ করেছে, যে কেউ তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে এবং সম্পদ জব্দ করার শাস্তি পেতে পারে।
বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জি৭ জোটের পরিকল্পনা অনুযায়ী, জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ অনুমোদনের পরিকল্পনা প্রকাশের পরেই পুতিন এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বহু সম্পদ জব্দ করেছিল।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স, জাপান জি৭ জোটের সদস্য। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জোটটির সব বৈঠকে অংশ নিয়ে থাকে।
ইতালিতে জি৭ জোটের সম্মেলনে ওই ঘোষণার পর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জব্দ করা রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়ার সিদ্ধান্তকে 'তাৎপর্যপূর্ণ ফলাফল' হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, 'এই পদক্ষেপ পুতিনকে মনে করিয়ে দেবে, আমরা নত হইনি।'
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত চুক্তিটি চূড়ান্ত হতে পারে। বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে সেই অর্থ।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার জি৭ জোটের এ ধরনের পদক্ষেপের সম্ভাবনাকে নাকচ দেন।
তিনি এটিকে 'কাগুজে' পদক্ষেপ বলে আখ্যা দেন।
জাখারোভা বলেন, 'এসব চুক্তি কিছুই না। এই কাজ করার মতো কোনো আইনি কর্তৃত্ব তাদের নেই।'