বাসস্টপে খুঁজে পাওয়া রেনেসাঁর চিত্রশিল্পী তিশানের চিত্রকর্ম নিলামে বিক্রি হবে ৩২ মিলিয়ন ডলারে!
ইতালীয় রেনেসাঁর অন্যতম জনপ্রিয় চিত্রশিল্পী তিশানের দুবার চুরি যাওয়া একটি চিত্রকর্ম জুলাই মাসে নিলামে ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে চুরি হওয়ার পর লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগ থেকে চিত্রকর্মটি উদ্ধার করা হয়েছিল।
চিত্রকর্মটি বিক্রির উদ্যোগ নেওয়া নিলাম ঘরে ক্রিস্টি'জ -এর একটি বিবৃতি অনুসারে, "দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইন মিশর" নামের চিত্রকর্মটি ১৯ মিলিয়ন থেকে ৩২ মিলিয়ন ডলারে বিক্রি করার আশা করা হচ্ছে।
জুডিয়ার রাজা হেরোড যুবক যিশুকে হত্যা করতে পারে এমন ভয় থেকে যিশুকে নিয়ে মেরি এবং জোসেফ মিশরে যাওয়ার সময় পথে বিশ্রাম নিচ্ছে— চিত্রকর্মটিতে এমন দৃশ্যই তিশান তার রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছিলেন।
তিশানের আসল নাম ছিল তিজিয়ানো ভেচেলিও। তিনি ১৬ শতকের প্রথম দশকে তার কর্মজীবনের শুরুতে কাজটি করেছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম 'দ্য লাস্ট সাপার' তিশানের ওয়ার্কশপেই আঁকা হয়েছে বলে মনে করা হয়।
মাত্র ১৮.২৫ ইঞ্চি দৈর্ঘ্য এবং ২৪.৭৫ ইঞ্চি প্রস্থের তেল রং দিয়ে আঁকা চিত্রকর্মটির মজার ইতিহাস রয়েছে।
বিভিন্ন ইউরোপীয় অভিজাতদের হাত ঘুরে আসা চিত্রকর্মটি ১৮০৯ সালে ফরাসিরা ইতালির ভিয়েনা শহর দখল করার সময় নেপোলিয়নের সৈন্যরা লুট করে প্যারিসে নিয়ে যায়।
এটি ১৮১৫ সালে ভিয়েনায় ফিরিয়ে আনা হয় এবং ইংল্যান্ডের উইল্টশায়ারে জন আলেকজান্ডার থাইনের ব্যক্তিগত সংগ্রহের অংশ হয়।
১৯৯৫ সালে এটি থাইনের বংশধরদের বাড়ি লংলেট থেকে চুরি করা হয়েছিল। গোয়েন্দা চার্লস হিল লন্ডনের একটি বাসস্টপ থেকে চিত্রকর্মটি খুঁজে পাওয়ার আগে এটি সাত বছর নিখোঁজ ছিল।
ক্রিস্টি'জ জানিয়েছে, "চিত্রকর্মটিতে প্রাকৃতিক পরিবেশে পারিবারিক ভালোবাসার প্রাণবন্ত চিত্র ফুটে ওঠায় অভিজাত, আর্কডিউক এবং সম্রাটদের এর প্রতি অনেক আগ্রহ ছিল।"
চিত্রকর্মটি ২ জুলাই লন্ডনে ক্রিস্টি'জ-এর আয়োজিত 'ওল্ড মাস্টার্স পার্ট ১' নিলামে বিক্রির জন্য তোলা হবে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়