ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করলো পিসিবি
শিরোপা স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু শিরোপা তো দূরের কথা, পরের রাউন্ডেই যেতে পারেনি বাবর আজমের দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার মানার আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। পরের দুটি ম্যাচ জিতলেও তা যথেষ্ট হয়নি, মেলেনি সুপার এইটের টিকেট।
বিশ্বকাপ জিততে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ, তখন থেকেই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে সমালোচনা হয়ে আসছে। দেশটির সাবেক ক্রিকেটাররা চরম হতাশা প্রকাশ করা থেকে শুরু করে নিজেদের দল নিয়েই ব্যঙ্গ-বিদ্রুপ করেন। ভারতের বিপক্ষে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন। 'মেজর সার্জারি' দরকার বলে মন্তব্য করেন তিনি।
সেই পথে প্রথম পদক্ষেপটা নিয়ে ফেললো পাকিস্তান। নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাক পাকিস্তানের নির্বাচক কমিটিতে আর থাকছেন না। ওয়াহাব পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। পুরুষ ও নারী; দুই দলেরই নির্বাচক ছিলেন রাজ্জাক। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে।
এই সিদ্ধান্ত নিতে কোচ, ম্যানেজারসহ দলের অনেক সঙ্গেই কথা বলেছে পিসিবি। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, 'খেলোয়াড়, কোচিং স্টাফসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ছেলেদের দলের প্রধান নির্বাচক করা হয় ওয়াহাবকে। যদিও নির্বাচক কমিটির প্রধান হিসেবে বেশিদিন দায়িত্ব পালন করা হয়নি পাকিস্তানের সাবেক এই পেসারের, হারাতে হয় এই পদ। তবে ৭ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন ওয়াহাবকে। রাজ্জাক দায়িত্ব পান গত এপ্রিলে, সাবেক এই অলরাউন্ডার পুরুষ ও নারী; দুই দলেরই নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।