রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা আছেন তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। সেখান থেকেই দেশের চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
চলমান এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলা ডানহাতি ব্যাটসম্যান হৃদয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছেন, 'সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।'
এলপিএল ক্যান্ডি ফ্যালকনসে খেলা বাঁহাতি পেসার শরিফুলেরও একই আর্জি। নিজের ফেসবুক পেজে থেকে তিনি লিখেছেন, 'আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।'
জাতীয় দলে ক্রিকেট খেলার পাশাপাশি লেখাপড়াও করছেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত তিনি। জাতীয় দলের হয়ে ৩০টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলা হৃদয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত, এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ। এই ঘটনার প্রভাব পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে।