‘হেলমেট বাহিনী যুগের’ অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার
'হেলমেট বাহিনী যুগের' অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
'হেলমেট বাহিনীর দিন এখন আর নেই। অতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোর তথ্য আমার কাছে আনুন। আমি তদন্তের ব্যবস্থা করব,' বলেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামালে দলটির শিক্ষার্থী সংগঠন ও বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্যদের হেলমেট পরে বিপক্ষমতের মানুষদের ওপর হামলার জন্য কুখ্যাতি তৈরি হয়েছিল।
আসন্ন দিবস ও উৎসবগুলোকে ঘিরে কোনো নিরাপত্তার ঘাটতি নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, 'আগামী ১৪, ১৬ ও ২৫ ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে ঢাকাবাসী জমায়েত হবে।
আমি আশা করি, এ সকল জমায়েত আনন্দের সঙ্গে এবং নিরাপদভাবে উদযাপিত হবে। এ দিনগুলো ঘিরে কোনো নিরাপত্তার ঘাটতি বা আশঙ্কা নেই।'
সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, 'নগরবাসীকে সেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। জুলাই-আগস্টের পর আপনারা দেখেছেন, কীভাবে ঢাকাবাসীর সম্পদ লুট হয়েছে এবং রাজধানী কতটা অনিরাপদ ছিল।
আমার সহকর্মীদের সঙ্গে এবং সাংবাদিকদের সহযোগিতায় ঢাকাবাসীর সেবায় কোনো কার্পণ্য করা হবে না। এ বার্তা আমাদের সকল সহকর্মীকে দেওয়া হয়েছে।'
ক্র্যাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ও ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাব উপদেষ্টা মধুসূদন মণ্ডলসহ ক্র্যাবের সদস্যরা।