‘আমরা বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো’: প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের পলক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তিনি 'বোবা' হয়ে আছেন।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রিজন ভ্যানে ওঠার পর সাংবাদিকরা পলককে জিজ্ঞাসা করেন, 'কেমন আছেন?'
জবাবে তিনি বলেন, 'আপনারা মুক্ত আছেন তো, আপনারা ভালো থাকলেই ভালো।'
পলকের প্রশ্নের জবাবে কয়েকজন সাংবাদিক বলেন, 'আমরা ভালো আছি, কেমন আছেন?'
জবাবে পলক বলেন, 'আমরা বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো?'
এর আগে এদিন জুলাই-আগস্টে 'হত্যা-গণহত্যার' মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।