ইজতেমার মাঠে সংঘর্ষ: বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন যোবায়েরপন্থী মুসল্লিরা।
এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাবলিগের শুরায়ে নেজামী (যোবায়ের) ও ভারতের মাওলানা সাদ অনুসারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।
এদিকে যোবায়েরপন্থীদের দাবি, সাদপন্থীদের হামলার যোবায়েরপন্থী ৩ মুসল্লি নিহত হওয়ার পাশাপাশি কয়েকশো মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় সাদপন্থীদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তাদের স্লোগান দিতে দেখা গেছে।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে; ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।